হোম > অপরাধ > বরিশাল

মির্জাগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, মামলার পর কারাগারে অভিযুক্ত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে বসতঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। মামলার পর আজ মঙ্গলবার সকালে আব্দুস সালামকে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে পটুয়াখালী কারাগারে পাঠান। 

গতকাল সোমবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই অভিযুক্ত আব্দুস সালামকে (৪৮) আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আব্দুস সালাম দক্ষিণ মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আব্দুস সালাম প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসেন। পরে ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাতেই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি আব্দুস সালাম মাস্টারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১