হোম > অপরাধ > বরিশাল

ছেলের মরদেহ নিয়ে থানায় বাবা

বরগুনা প্রতিনিধি

বরগুনায় বিচারের দাবিতে রাসেল (২৫) নামে এক যুবকের মরদেহ নিয়ে থানায় হাজির হয়েছেন তাঁর বাবা। আজ সোমবার সকালে বরগুনা সদর থানার সামনে এ ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে যান স্বজনরা। 

নিহত রাসেল বরগুনার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের মো. ফারুকের ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। কামরাঙ্গীরচর এলাকায় মামা জালালের ভাড়া বাসায় স্ত্রীর সঙ্গে বসবাস করতেন তিনি। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল কামরাঙ্গীরচর এলাকায় মামা জালালের ভাড়া বাসায় স্ত্রী রুমি বেগমের (১৯) সঙ্গে বসবাস করতেন। সেখানে গত শনিবার রাতে রাসেলের মৃত্যু হয়। এ ঘটনায় রাসেলের মামাতো ভাই রিয়াজ কামরাঙ্গীরচর থানায় রাসেলের স্ত্রী ও কাইয়ুম নামের এক যুবকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ দিয়ে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। মামলার অভিযোগের ভিত্তিতে পুলিশ নিহত রাসেলের স্ত্রী রুমি বেগম ও কাইয়ুমকে গ্রেপ্তার করেন। পরে ময়নাতদন্ত শেষে বাদী রিয়াজের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

নিহতের বাবা ফারুক বলেন, আমার ছেলেকে সম্পত্তির জন্য খুন করেছে রিয়াজ। এখন পরকীয়ার অভিযোগ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পালিয়েছে। আমি এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই। 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম তারিকুল ইসলাম বলেন, যেহেতু মরদেহের ময়নাতদন্ত আগেই হয়েছে তাই আর নতুন করে করা হয়নি। তা ছাড়া মামলাটি কামরাঙ্গীরচর থানায় তদন্তাধীন। ফলে মরদেহ দাফনের জন্য পরিবারকে নিয়ে যেতে বলা হয়েছে।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম