হোম > অপরাধ > বরিশাল

কাজ শেষের আগেই চূড়ান্ত বিল পরিশোধ, প্রকৌশলীকে বদলি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়ার ঘটনায় সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলী আকবরকে মাদারীপুরে বদলি করা হয়েছে। গতকাল রোববার তাঁর বদলির আদেশ দেওয়া হয়।

সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

পিরোজপুরের চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের পিরোজপুর অংশে ড্রেন নির্মাণকাজ (মঠবাড়িয়া বাজার অংশ) নিয়ে এ অনিয়মের ঘটনা ঘটেছে।

বিল দেওয়ার সঙ্গে জড়িত আরও দুজন হলেন—   পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. অহিদুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী (বর্তমানে বরিশাল সড়ক বিভাগে আছেন) মাসুদ মাহমুদ সুমন। তাঁদের ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদার বিল পেয়ে যাওয়ায় আরসিসি ড্রেন নির্মাণের কাজ যেনতেনভাবে করা হচ্ছিল। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী কয়েকবার কাজ বন্ধ করে দেয়। এই অনিয়মের সংবাদ গত ১৯ এপ্রিল আজকের পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষ আমলে নেয়। এরপর পিরোজপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলী আকবরকে মাদারীপুরে বদলি করা হলো।

এ ব্যাপারে পিরোজপুর সড়ক বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘চলতি বছরের ২৬ জানুয়ারি এখানে যোগদান করেছি। কাজের আগেই চূড়ান্ত বিল প্রদানের বিষয়ে কোনো তথ্যই আমার কাছে নেই। তবে উপ-সহকারী প্রকৌশলী আকবরকে মাদারীপুরে বদলি করা হয়েছে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা