হোম > অপরাধ > বরিশাল

কাজ শেষের আগেই চূড়ান্ত বিল পরিশোধ, প্রকৌশলীকে বদলি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়ার ঘটনায় সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলী আকবরকে মাদারীপুরে বদলি করা হয়েছে। গতকাল রোববার তাঁর বদলির আদেশ দেওয়া হয়।

সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

পিরোজপুরের চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের পিরোজপুর অংশে ড্রেন নির্মাণকাজ (মঠবাড়িয়া বাজার অংশ) নিয়ে এ অনিয়মের ঘটনা ঘটেছে।

বিল দেওয়ার সঙ্গে জড়িত আরও দুজন হলেন—   পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. অহিদুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী (বর্তমানে বরিশাল সড়ক বিভাগে আছেন) মাসুদ মাহমুদ সুমন। তাঁদের ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদার বিল পেয়ে যাওয়ায় আরসিসি ড্রেন নির্মাণের কাজ যেনতেনভাবে করা হচ্ছিল। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী কয়েকবার কাজ বন্ধ করে দেয়। এই অনিয়মের সংবাদ গত ১৯ এপ্রিল আজকের পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষ আমলে নেয়। এরপর পিরোজপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলী আকবরকে মাদারীপুরে বদলি করা হলো।

এ ব্যাপারে পিরোজপুর সড়ক বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘চলতি বছরের ২৬ জানুয়ারি এখানে যোগদান করেছি। কাজের আগেই চূড়ান্ত বিল প্রদানের বিষয়ে কোনো তথ্যই আমার কাছে নেই। তবে উপ-সহকারী প্রকৌশলী আকবরকে মাদারীপুরে বদলি করা হয়েছে।’

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০