পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে রাঙ্গাবালী থানায় এ বিষয়ে একটি মামলা করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম আবু সালেহ মিস্ত্রি (৩৮)। সে কাছিয়াবুনিয়া গ্রামের মৃত ইদ্রিস হাওলাদারের ছেলে। তবে তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রী উপজেলা সদরে অবস্থিত দাদাবাড়িতে থেকে পড়ালেখা করত। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাড়িসংলগ্ন খালের পাড় থেকে গৃহপালিত ছাগল ও ভেড়া আনতে যায় ওই কিশোরী। এরপর আবু সালেহ নামের এক যুবক সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে কয়েকজন ছুটে আসেন। অভিযুক্তকে হাতেনাতে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায়।
ঘটনার পর রাতেই রাঙ্গাবালী থানায় গিয়ে মৌখিক অভিযোগ করা হয়। পরে শুক্রবার দুপুরে এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির দাদা বাদী হয়ে মামলা করেন।
এদিকে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান। ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।