হোম > অপরাধ > বরিশাল

রাঙ্গাবালীতে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে রাঙ্গাবালী থানায় এ বিষয়ে একটি মামলা করা হয়। 

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম আবু সালেহ মিস্ত্রি (৩৮)। সে কাছিয়াবুনিয়া গ্রামের মৃত ইদ্রিস হাওলাদারের ছেলে। তবে তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। 

স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রী উপজেলা সদরে অবস্থিত দাদাবাড়িতে থেকে পড়ালেখা করত। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাড়িসংলগ্ন খালের পাড় থেকে গৃহপালিত ছাগল ও ভেড়া আনতে যায় ওই কিশোরী। এরপর আবু সালেহ নামের এক যুবক সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে কয়েকজন ছুটে আসেন। অভিযুক্তকে হাতেনাতে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায়। 

ঘটনার পর রাতেই রাঙ্গাবালী থানায় গিয়ে মৌখিক অভিযোগ করা হয়। পরে শুক্রবার দুপুরে এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির দাদা বাদী হয়ে মামলা করেন। 

এদিকে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান। ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম