হোম > অপরাধ > বরিশাল

যুবককে শ্বাসরোধে হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে কবির হাওলাদার (৩৮) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ফয়রা গ্রামের একটি পুকুরপাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, উপজেলার পূর্ব সরমহল গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে কবির হাওলাদার বড়শি দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকালে তিনি বাসা থেকে বড়শি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হন। দক্ষিণ ফয়রা গ্রামের একটি পুকুরপাড়ে তাঁকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকাল ১০টার দিকে স্থানীয়রা মরদেহে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

নিহতের বড় ভাই রেসতম আলী হাওলাদারের অভিযোগ, তাঁর ছোট ভাই কবিরকে শ্বাসরোধে হত্যার পরে মরদেহ পুকুরপাড়ে ফেলে রাখা হয়। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫