হোম > অপরাধ > বরিশাল

ছেলের সঙ্গে ঝগড়ার জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে বন্ধুর সঙ্গে ঝগড়ার জেরে তাঁর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ ঘটনায় মামলা দায়েরের পর ও আজ সোমবার সকালে দুজনকে গ্রেপ্তারের করার কথা জানিয়েছে পুলিশ।

নিহত ওই ব্যক্তির নাম—মোশারেফ হোসেন সিকদার (৪৫)। তিনি মোশারেফ হোসেন বোরহানউদ্দিন পৌর বাজারের ফল ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃতরা হলেন—গিয়াসউদ্দিন (৩০) ও কামাল পাটওয়ারি (৩৮)।

নিহত মোশারেফ হোসেনের ছেলে শাকিল আজকের পত্রিকাকে বলেন, ‘১ বছর আগে ঢাকায় আমার ভাই শান্তর সঙ্গে তার বন্ধু সুমন (২২) ও তার সহযোগীদের ঝগড়া হয়। সুমন আমাদের প্রতিবেশী বশির পাটোয়ারির ছেলে। একপর্যায়ে সুমনসহ তাঁর বন্ধুরা আমার ভাই শান্তর কাছ থেকে মোবাইল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘গত শুক্রবার বিকেলে সুমনের বন্ধু চাঁন মিয়াকে বোরহানউদ্দিন সদরে একা পেয়ে শান্ত তাঁকে চড়-থাপ্পড় মাড়ে। দুজনের মধ্য হাতাহাতির ঘটনা ঘটনাটি শুনে আমার বাবা চান মিয়া ও শান্তর ঘটনাটি মীমাংসা করে দেন। কিন্তু ওই দিন সন্ধ্যায় আগের পুষে রাখা ক্ষোভে সুমন, শাহিন, কামাল ও তাদের সহযোগীরা আমার বাবাকে (মোশারেফ হোসেন) পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানেও অবস্থার অবনতি হলে রোববার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবা মারা যায়।’

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া বলেন, ‘মোশারেফ নামে এক বাজার ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোলা আদালতে তাদের পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।’

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ