হোম > অপরাধ > বরিশাল

নলছিটিতে খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় পংকজ চন্দ্র শীল (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে কুলকাঠি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পোনাবালিয়া বাজারের পাশে খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। 

নিহত পংকজ চন্দ্র শীল ঝালকাঠি শহরের বাহেররোড এলাকার নরেন চন্দ্র শীলের ছেলে এবং জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকার একটি সেলুনের নরসুন্দর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতের পরিবার সূত্র জানায়, তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। কীভাবে কী হলো তা বুঝতে পারছেন না তাঁরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে তাঁর পরিবার। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে মরদে উদ্ধার করা হয়েছে। তাঁর কান দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য সকালে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম