হোম > অপরাধ > বরিশাল

নলছিটিতে খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় পংকজ চন্দ্র শীল (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে কুলকাঠি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পোনাবালিয়া বাজারের পাশে খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। 

নিহত পংকজ চন্দ্র শীল ঝালকাঠি শহরের বাহেররোড এলাকার নরেন চন্দ্র শীলের ছেলে এবং জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকার একটি সেলুনের নরসুন্দর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতের পরিবার সূত্র জানায়, তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। কীভাবে কী হলো তা বুঝতে পারছেন না তাঁরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে তাঁর পরিবার। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে মরদে উদ্ধার করা হয়েছে। তাঁর কান দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য সকালে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা