হোম > অপরাধ > বরিশাল

মুলাদিতে স্ত্রীর কথায় মায়ের মাথা ফাটানোর অভিযোগ

মুলাদি (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদিতে স্ত্রীর কথায় বারেক হাওলাদারের বিরুদ্ধে তাঁর মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের খালাসিরচর গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার শিকার রিজিয়া বেগম (৭০) বলেন, ‘দীর্ঘদিন ধরে পুত্রবধূ মঞ্জুয়ারা বেগম আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। এ জন্য বিভিন্ন সময় গালাগাল ও শারীরিক নির্যাতন করত। গতকাল মঙ্গলবার ঝগড়া হলে আমাকে দুই দফা মারধর করে। সন্ধ্যায় আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। কিন্তু আমি বাড়ি ছেড়ে যেতে অস্বীকার করায় আবারও মারধর করে।’

রিজিয়া বেগম আরও বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ছেলে বারেক বাড়ি ফিরলে পুত্রবধূ তার কাছে আমার বিরুদ্ধে নালিশ করে। পুত্রবধূর কথা শুনে ছেলে কাঠ দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়। পরে লোকজন এসে আমাকে রাতেই হাসপাতালে ভর্তি করে।’

এ ব্যাপারে মঞ্জুয়ারা বেগম বলেন, ‘লাকড়ি নিয়ে কথা-কাটাকাটির জেরে শাশুড়ি দুপুরে ও বিকেলে অকথ্য ভাষায় গালাগাল করেন। সন্ধ্যায় স্বামী ফিরলে তাঁকে বিষয়টি জানাই। তিনি তাঁর মায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেন এবং গালাগাল করতে নিষেধ করেন। মাথা ফাটানোর বিষয়টি আমার জানা নাই।’

এ বিষয়ে জানতে চাইলে মায়ের মাথা ফাটানোর কথা অস্বীকার করে বারেক হাওলাদার বলেন, ‘লাকড়ি নিয়ে ঝগড়া করার বিষয়ে মায়ের সঙ্গে কথা বলি এবং গালাগাল করতে নিষেধ করি। তখন পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায়।’

মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘আহত বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি