হোম > অপরাধ > বরিশাল

দেহ ব্যবসায় বাধ্য করায় ফুপু-ফুপার বিরুদ্ধে তরুণীর মামলা

প্রতিনিধি, বরিশাল

দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে ফুপা-ফুপুসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আঠারো বছর বয়সী এক তরুণী। সোমবার দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী। 

মামলায় অভিযুক্তরা হলেন—অভিযোগকারীর ফুপু নূপুর বেগম, ফুপা নজরুল ইসলাম এবং বন্দর থানাধীন নরকাঠী এলাকার সোহেল খান। অভিযোগকারী ও অভিযুক্ত সবাই বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নরোকাঠী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 

মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেছেন, ১৪ মাস আগে তাঁর বিয়ে হয়। বনিবনা না হওয়ায় দুই মাস পরে তিনি স্বামীর সংসার ত্যাগ করে নরোকাঠী গ্রামে বাবার বাসায় চলে আসেন। তাঁর বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ফুপু নূপুর বেগম তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসেন। গত ৯ মাস থেকে ভুক্তভোগী তরুণী তাঁর ফুপুর ঢাকার শনিরআখরার বাসায় ছিলেন। 

ওই বাসায় কয়েক দিন থাকার পর ফুপা-ফুপু তাঁকে দেহ ব্যবসার প্রস্তাব দেয়। এ প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে তাঁর ফুপা-ফুপু শারীরিকভাবে নির্যাতন করে এবং ঘরে আটকে রাখে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তরুণী ৫ মাস ওই বাসায় থেকে দেহ ব্যবসা করতে বাধ্য হয়। 

তিনি আরও বলেন, এরপর দুই মাস আগে তরুণী তাঁর ফুপুর বাসার গৃহপরিচারিকার সহায়তায় পালিয়ে বরিশালে গ্রামের বাড়িতে চলে আসে। আত্মীয়দের সঙ্গে কথা বলে মামলা দায়ের করেন। কিছু বাধা-বিপত্তি থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। 

মামলার বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ওই তরুণীর অভিযোগ আমলে নিয়ে রাতেই মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু