হোম > অপরাধ > বরিশাল

স্বাক্ষর জাল করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, দম্পতি গ্রেপ্তার

প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি) 

ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান ও সচিব আবু হেনা মোহাম্মদ রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার (২৬ জুলাই) রাতে মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান মামলা করেন।
 
মামলার আসামিরা হলেন নলছিটি পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তাঁর স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সুগন্ধা এন্টারপ্রাইজের মালিক এ বি এম জাহিদুল ইসলাম।

জানা গেছে, মেয়র ও সচিবের স্বাক্ষর জাল করে চার লাখ টাকার একটি চেক সোনালী ব্যাংক নলছিটি শাখায় জমা করেন পৌরসভার ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন। টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর চেকের স্বাক্ষর দেখে ম্যানেজারের সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে মেয়রের সঙ্গে যোগাযোগ করেন। মেয়র জানান, তিনি স্বাক্ষর করেননি। মেয়র বিষয়টি বুঝতে পারলে রেখা বেগম ও তাঁর স্বামীকে পুলিশের হাতে তুলে দেন। 

নলছিটি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান বলেন, 'কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টা করায় তিনজনকে আসামি করে রাতেই মামলা করেছি।' 

নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান জানান, মেয়র বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সুগন্ধা এন্টারপ্রাইজের মালিক এ বি এম জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে