হোম > অপরাধ > বরিশাল

স্বাক্ষর জাল করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, দম্পতি গ্রেপ্তার

প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি) 

ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান ও সচিব আবু হেনা মোহাম্মদ রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার (২৬ জুলাই) রাতে মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান মামলা করেন।
 
মামলার আসামিরা হলেন নলছিটি পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তাঁর স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সুগন্ধা এন্টারপ্রাইজের মালিক এ বি এম জাহিদুল ইসলাম।

জানা গেছে, মেয়র ও সচিবের স্বাক্ষর জাল করে চার লাখ টাকার একটি চেক সোনালী ব্যাংক নলছিটি শাখায় জমা করেন পৌরসভার ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন। টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর চেকের স্বাক্ষর দেখে ম্যানেজারের সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে মেয়রের সঙ্গে যোগাযোগ করেন। মেয়র জানান, তিনি স্বাক্ষর করেননি। মেয়র বিষয়টি বুঝতে পারলে রেখা বেগম ও তাঁর স্বামীকে পুলিশের হাতে তুলে দেন। 

নলছিটি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান বলেন, 'কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টা করায় তিনজনকে আসামি করে রাতেই মামলা করেছি।' 

নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান জানান, মেয়র বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সুগন্ধা এন্টারপ্রাইজের মালিক এ বি এম জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল