হোম > অপরাধ > এশিয়া

সাড়ে ৫ বছরে সিঙ্গাপুরে অপরাধমূলক লেনদেনের ৬০০ কোটি ডলার জব্দ

গত সাড়ে পাঁচ বছরে অপরাধ ও পাচারসম্পর্কিত অবৈধ লেনদেনের ৬০০ কোটি ডলার (৪৪০ কোটি মার্কিন ডলার) জব্দ করেছে সিঙ্গাপুর। আজ বুধবার বৈশ্বিক আর্থিক অপরাধবিরোধী সংগঠন ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স আয়োজিত এক অনুষ্ঠানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং এ তথ্য জানান।

অর্থনীতিতে সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশটিতে গত বছর বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। অর্থ পাচারের বিরুদ্ধে বিশ্বের অন্যতম বিস্তৃত অভিযান পরিচালিত হয় সিঙ্গাপুরে। এসব অভিযানে ৩০০ কোটি সিঙ্গাপুর ডলার ছাড়াও আবাসন, গাড়ি ও বিলাসী পণ্য জব্দ করা হয়। বেশ কয়েকজন বিদেশিও গ্রেপ্তার হয়।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং অনুষ্ঠানে বলেন, আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যকেন্দ্র হিসেবে সিঙ্গাপুর অনেক বেশি অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের ঝুঁকির মুখে আছে। ঝুঁকি মোকাবিলায় ও বিশ্বস্ত আর্থিক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের সুনাম ধরে রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানের শুরুতে সিঙ্গাপুরের ন্যাশনাল অ্যাসেট রিকভারি স্ট্র্যাটেজি বা জাতীয় সম্পদ জব্দ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এতে বলা হয়, জব্দ করা ৬০০ কোটি সিঙ্গাপুর ডলারের মধ্যে ৪১ কোটি ৬০ লাখ ডলার ভুক্তভোগী ব্যক্তিদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ১০০ কোটি সিঙ্গাপুর ডলার রাষ্ট্র বাজেয়াপ্ত করেছে। বাকি অর্থের বেশিরভাগের বিষয়ে তদন্ত এখনো চলছে বা আদালতে মামলা বিচারাধীন।

প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে অপরাধমূলক ও পাচারের সঙ্গে সম্পৃত লেনদেনের বড় অংশের সঙ্গে বিদেশি অপরাধ সিন্ডিকেট জড়িত, যারা খুব আধুনিক পদ্ধতি ব্যবহার করে এসব অপরাধ করছে।

গত সপ্তাহে সিঙ্গাপুরের আর্থিক কর্তৃপক্ষ বলেছে, সম্পদ ব্যবস্থাপনাসহ ব্যাংকিং খাত সবচেয়ে বেশি অর্থ পাচারের ঝুঁকির মধ্যে রয়েছে।

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার