হোম > অপরাধ > এশিয়া

করোনাবিধি লঙ্ঘন করায় ভিয়েতনামের এক নাগরিককে ৫ বছরের কারাদণ্ড

করোনাবিধি লঙ্ঘন ও ভাইরাস ছড়িয়ে দেওয়ার অপরাধে ভিয়েতনামের এক নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। লে ভ্যান ট্রি (২৮) নামের ওই নাগরিককে কারাদণ্ডের সঙ্গে ৮৮০ ডলার জরিমানাও করা হয়েছে। এক দিনের ট্রায়েল শেষে দেশটির আদালত এ রায় দেন। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের প্রথম দিকে ট্রি নামের ওই ব্যক্তি হো চি মিন সিটি থেকে মোটরসাইকেলযোগে দেশের দক্ষিণে তার নিজ প্রদেশ চা মাউতে যান। তখন করোনাবিধি অনুযায়ী তাঁর ২১ দিন কোয়ারেন্টিন পালনের কথা থাকলেও তিনি তা মানেননি। স্বাস্থ্য বিষয়ক একটি ফরমেও তিনি সাম্প্রতিক ভ্রমণ ইতিহাস সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। পরে তাঁর করোনা শনাক্ত হয় এবং জানা যায় তাঁর সংস্পর্শে এসেছেন এমন পরিবারের সদস্যের পাশাপাশি একটি কল্যাণ কেন্দ্রের কর্মী মিলে ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যুও হয়। 

এ ঘটনায় আদালত আটজনের মাঝে 'বিপজ্জনক সংক্রামক রোগ ছড়িয়ে দেওয়ায়' দোষী সাব্যস্ত করে। 

প্রসঙ্গত, কিছুদিন আগে পর্যন্ত ভিয়েতনাম কঠোর নিষেধাজ্ঞা দিয়ে করোনা সংক্রমণ রোধে সফল হয়েছিল। তবে জুন থেকে ডেলটা ধরনের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত দেশটির ৫ লাখ ৩০ হাজার লোকের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ১৩ হাজার ৩০০ জন। হো চি মিন সিটির অবস্থা দাঁড়ায় বেশি ভয়াবহ। 

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত