হোম > অপরাধ

মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১, মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার যুবক। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার ভোরে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ায় বাসায় ফিরছিলেন অংগ্যজাই মারমা (২৭)। সঙ্গে ছিলেন তাঁর চাচাতো বোন। মান্নান সরণি এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার গতি রোধ করে। তাঁদের মধ্যে একজন ইমরান ওরফে শাকিলের হাতে ছিল ধারালো চাপাতি। তাঁরা ভয় দেখিয়ে অংগ্যজাইয়ের মানিব্যাগ ও তাঁর বোনের গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেয়।

ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয় মিরপুর মডেল থানার পুলিশ।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে পুলিশ।

গ্রেপ্তার শাকিলের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং অংগ্রজাইয়ের ব্যাগে থাকা ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে শাকিলের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব মনিপুর এলাকার একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ের সময় ব্যবহৃত ধারালো চাপাতি।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাকিল একজন পেশাদার অপরাধী। তাঁর বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় ছিনতাই, চুরি ও মাদকসংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, ছিনতাইয়ে জড়িত অপর দুই সহযোগীকে ধরতে পুলিশের অভিযান চলছে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ