নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী সাকিল নামের ওই যুবকের বিরুদ্ধে গতকাল রোববার সন্ধ্যায় বন্দর থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, বন্দরের একটি গার্মেন্টসে ওই তরুণী ও সাকিল একসঙ্গে কাজ করতেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে প্রায় ৫ বছর তাঁরা শারীরিক সম্পর্কে জড়ান। পরে তরুণী সাকিলকে বিয়ের জন্য চাপ দিলে তিনি এড়িয়ে যান।
বন্দর থানার উপপরিদর্শক মোদাচ্ছের বলেন, মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে।