হোম > অপরাধ

চাঁদা না দিলে দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদা না দিলে দোকান পুড়িয়ে দেওয়ার হুমকিতে আতঙ্কের মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। থানায় সাধারণ ডায়েরি করেও এর প্রতিকার মিলছে না।

এরই মাঝে গত সোমবার রাতে আদালত মার্কেটে এক অগ্নিকাণ্ডে দুটি দোকান ভস্মীভূত হয়েছে। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভস্মীভূত দোকান দুটি হচ্ছে সালেহ আহমদ খানের খান পেপার হাউস ও জগদীশ ঘোষের স্যানিটারি ও ফলের দোকান। আগুনে দুটি দোকানের প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকার মানুষ ও পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

মোবাইলে হুমকি দিয়ে চাঁদাবাজির ঘটনায় আগুন আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন ব্যবসায়ীরা। নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেন, ব্যবসায়ী শেখ জামাল উদ্দিন, ওষুধ ব্যবসায়ী নারায়ণ চন্দ্র কর, কসমেটিকস ব্যবসায়ী ওয়ালী উল্লাহসহ বেশ কয়েকজন দোকানমালিকের কাছ থেকে চাঁদা চাওয়া হচ্ছে বলে দাবি করেন তাঁরা। চাঁদা না দিলে আগুন লাগিয়ে দোকান পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

দোকান মালিক সালেহ আহমদ খান ও জগদীশ ঘোষ জানান, কীভাবে আগুন লেগেছে তা তাঁরা বলতে পারেন না। তবে তাঁদের কাছে চাঁদার দাবিতে ফোন আসেনি।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, ‘সাধারণ ডায়েরিগুলো তদন্ত করা হচ্ছে। তদন্তের পর তথ্য বেরিয়ে আসবে আশা করছি।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ