হোম > অপরাধ

ব্যবসায়ী শামসুল আলম ও তাঁর ছেলের বিদেশযাত্রায় নিষেধজ্ঞা বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের ব্যবসায়ী শামসুল আলম ও তার ছেলে মিজানুর রহমান বিদেশ যেতে পারবেন না। নিম্ন আদালত তাঁদের বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার পর হাইকোর্ট ওই আদেশ স্থগিত করার পর আজ সোমবার আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। এর ফলে তাঁরা আপাতত বিদেশ যেতে পারছেন না বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা। 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চট্টগ্রাম কদমতলী শাখায় প্রায় ৬৩ কোটি টাকার ঋণ অপরিশোধিত থাকায় চট্টগ্রামের ব্যবসায়ী শামসুল আলম ও তাঁর ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ মামলা করে। ওই মামলায় আত্মসমর্পণ করে জামিন নেন তাঁরা। তবে নিম্ন আদালত শর্ত দেন আদালতে তাঁদের পাসপোর্ট জমা রাখতে হবে এবং বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। এরপর গত ২৯ জুন চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁরা পাসপোর্ট ফেরতের আবেদন জানান এবং বিদেশ যাওয়ার অনুমতি চান। আদালত তাঁদের পাসপোর্ট ফেরত দেন ও বিদেশ যেতে অনুমতি দেন। 

ব্যাংক কর্তৃপক্ষ নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান। গত ৬ জুলাই হাইকোর্ট নিম্ন আদালতের আদেশ স্থগিত করেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে শামসুল আলম ও তাঁর ছেলে মিজানুর রহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। একই সঙ্গে হাই কোর্টের আদেশ স্থগিত চান। 

আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ শুনানি করেন। চেম্বার জজ ওবায়দুল হাসান শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। 

আদেশের পর অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে ব্যবসায়ী শামসুল আলম ও তাঁর ছেলে আপাতত বিদেশ যেতে পারছেন না। 

মামলার বিবরণী থেকে জানা গেছে, ইউসিবি চট্টগ্রাম কদমতলী শাখায় স্থানীয় শামসু স’মিলের মালিক শামসুল আলমের কাছে ঋণ বাবদ প্রায় ৬৩ কোটি টাকা পাওনা আছে। আর এই ঋণের জামিনদার তাঁর ছেলে মিজানুর রহমান। যে সম্পত্তির অনুকূলে ঋণ দেওয়া হয়েছে সেই সম্পত্তি শামসুল আলম তাঁর ছেলের নামে হেবা দলিল (দানপত্র) করে দিয়েছেন। তাঁরা বিদেশে যাবেন বলে গুঞ্জন উঠলে ব্যাংক কর্তৃপক্ষ মামলা করে। 

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ