হোম > অপরাধ

র‍্যাব সদস্য এমদাদের পরিকল্পনায় ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক ব্যবসায়ীর ৩৭ লাখ টাকার স্বর্ণালংকার ডাকাতি র‍্যাবের এক সদস্যের পরিকল্পনায় হয়েছে বলে পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে। গত ২৯ ডিসেম্বর এ ঘটনায় হওয়া মামলার তদন্ত শেষে ওই র‍্যাব সদস্যসহ ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পতেঙ্গা থানা-পুলিশ। আগামী ২৭ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানি হবে।

অভিযুক্ত এমদাদ উল্লাহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। গত বছরের ফেব্রুয়ারিতে ঘটনার সময় তিনি র‍্যাব-৭-এ কর্মরত ছিলেন। মামলার অন্য আসামিরা হলেন বাহাউল মোস্তফা, তৌফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, শাহাদাত হোসেন, গাজীউল আলম, ঝুলন ধর, প্রিয়তম ধর, ঝন্টু ধর ও ইফতেখার আলম।

অপর দিকে ডাকাতির শিকার ব্যবসায়ী গিয়াস উদ্দিন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, ডাকাতি মালামাল কেনেন ঝুলন, প্রিয়তম ও ঝন্টু। আসামিদের মধ্যে ইফতেখার পলাতক রয়েছেন। বাকি সবাই গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাতে র‍্যাব সদস্য এমদাদের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

মামলার বিবরণীতে বলা হয়, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন গিয়াস উদ্দিনের ভাইসহ দুই প্রবাসী। এ সময় তাঁদের সঙ্গে ছিল ২টি সোনার বার, হাতের চুড়িসহ প্রায় ৩৭ লাখ টাকার স্বর্ণালংকার। কাস্টমসের শুল্ক পরিশোধ করে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের হাতে তুলে দেওয়া হয় এসব সোনা।

গিয়াস উদ্দিন তাঁর বন্ধু বাহাউল মোস্তফার মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি রাউজানের উদ্দেশে বিমানবন্দর থেকে রওনা হন। মূলত বাহাউলের কাছ থেকে গিয়াসের গতিবিধি জেনে নেন আসামিরা। তাঁদের মোটরসাইকেলটি পতেঙ্গা সমুদ্রসৈকতের আউটার রিং রোডের মুসলিমাবাদ এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস এসে গতিরোধ করে। এ সময় আসামিরা গিয়াসকে টেনে-হিঁচড়ে নামিয়ে মাইক্রোবাসে তুলে সব ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেন।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়