ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে মধ্যরাতে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন ইব্রাহিম মিয়া ও আলাউদ্দিন মঞ্জু নামের দুই বখাটে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে দুই বখাটের নামে গত সোমবার সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
স্থানীয় লোকজন, ভুক্তভোগী ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ওই প্রবাসীর স্ত্রী বাড়িতে শিশুসন্তান নিয়ে একা থাকেন। গত ৫ নভেম্বর ইব্রাহিম নামের একজন টিনের ছাপড়া ঘরের দরজা খুলে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ধর্ষণে ব্যর্থ হয়ে একপর্যায়ে গৃহবধূকে কিল-ঘুষি মেরে তিনি বেরিয়ে যান। এ সময় আরেক বখাটে আলাউদ্দিন মঞ্জু আরও দুজনকে নিয়ে ঘরের সামনে অবস্থান নেন। গৃহবধূকে ঘটনা প্রকাশ না করতে হুমকি দিয়ে তারাও চলে যান।
এদিকে থানায় অভিযোগের খবর পেয়ে এলাকা থেকে গা-ঢাকা দিয়েছেন ইব্রাহিম মিয়া ও আলাউদ্দিন মঞ্জু।
তবে অভিযুক্ত ইব্রাহিম মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এটাকে সাজানো ঘটনা বলে দাবি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।