হোম > অপরাধ

বরখাস্তকৃত ডিআইজি বজলুর রশীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তরের বরখাস্তকৃত ডিআইজি (প্রিজন) বজলুর রশীদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ 'র বিচারক ইকবাল হোসেন এ তারিখ ধার্য করেন।

গত ৮ ডিসেম্বর মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের জবানবন্দির মধ্য দিয়ে মামলা সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে করোনাভাইরাসের কারণে এ মামলার বাদীর জেরা ও সাক্ষ্যগ্রহণ বন্ধ ছিল। আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আবার নতুন তারিখ ধার্য করা হয়। আগামী তারিখে বাদীকে হাজির থাকতে বলা হয়েছে।

গত বছরের ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দীন বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। গত বছর ২০ অক্টোবর সকালের দিকে বজলুর রশীদ ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুদক। জিজ্ঞাসাবাদে বজলুর রশীদের বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা মেলায় তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার করা হয়।

কারাগারে বিভিন্ন কাজে ঘুষের কোটি কোটি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসতো বজলুর রশীদের কাছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো এসব টাকা তুলেছেন তাঁর স্ত্রী রাজ্জাকুন নাহার।

এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে দুদক। পরে তাঁদের ডাকা হয়। আর জিজ্ঞাসাবাদের সত্যতা মেলায় বজলুর রশীদের বিরুদ্ধে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর মামলা হয়। মামলায় তিন কোটি ১৪ লাখ টাকা অবৈধভাবে অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ