উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম শামসুল আরেফিনকে বরখাস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাপক আর্থিক অনিয়ম ও আমানতকারীদের জন্য ক্ষতিকর কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে তাঁকে অপসারণ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এসএম শামসুল আরেফিনকে অপসারণ করে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর চিঠি পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩-এর ২০ (৩) ধারার আওতায় উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিশেষ নিরীক্ষা সম্পাদনের জন্য নিযুক্ত সিএ ফার্ম রহমান রহমান হক কর্তৃক প্রণীত বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখিত প্রতিষ্ঠানটিতে সংঘটিত ব্যাপক আর্থিক অনিয়মের সাথে জড়িত এসএম শামসুল আরেফিনকে প্রধান নির্বাহীর পদ থেকে অপসারণ করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন অনিয়মের সঙ্গে শামসুল আরেফিন জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।