হোম > অপরাধ

মাদারীপুরে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে হাসপাতাল মালিককে কারাদণ্ড

প্রতিনিধি, মাদারীপুর

ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে মাদারীপুর শহরের এক‌টি প্রাইভেট হাসপাতালের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।    

গতকাল বুধবার সন্ধ্যায় মাদারীপুর পৌর শহ‌রের পানিছত্র এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শহরের পানিছত্র এলাকায় এমএ টাওয়ারের নিচতলা ভাড়া নিয়ে ডা. অমিত গড়ে তুলেছেন মাদারীপুর চক্ষু হাসপাতাল। আনোয়ারা বেগম (৫৫) নামে এক মহিলা ওই হাসপাতালের চিকিৎসক মো: আবু ইউসুফের চিকিৎসা সেবা নিচ্ছেন। গত ১৪ মার্চ আবু ইউসুফের পরিবর্তে ডাঃ সুব্রত পাল আনোয়ার এক চোখের অপারেশন করেন। এরপর থেকেই আনোয়ারার চোখে সমস্যা হতে থাকে। এক পর্যায়ে আনোয়ারা এক চোখে কিছুই দেখতে পান না। পরে ভুক্তভোগীর স্বজনরা গতকাল বুধবার দুপু‌রে হাসপাতালে উপস্থিত হয়ে জেলা সিভিল সার্জন ও সাংবাদিকদের খবর দেন। এসময় বাক‌-বিতান্ডার জ‌ড়ি‌য়ে প‌ড়েন তারা। এক পযা‌য়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসপাতালের এমডি ডা. অমিতকে ১ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপা‌রে আনোয়ারা বেগমের ছেলে দেলোয়ার হোসেন বলেন, 'আমার মায়ের চোখের লেন্স লাগানোর জন্য ডা. আবু ইউসুফকে দেখাইছি। ডা. সুব্রত পাল আমাদের ভয়-ভীতি দেখিয়ে আমার মায়ের চোখের অপারেশন করে। এরপর থেকেই আমার মা চোখে কিছু দেখেনা। আমি এর বিচার চাই।'

ত‌বে অভিযোগ অস্বীকার ক‌রে‌ছেন ডা. হাসপাতা‌লের মা‌লিক ডা. অমিত ব‌লেন, ‘হাসপাতা‌লে অনেক রো‌গী আসে। আমরা রোগীর ধরণ অনুসা‌রে চি‌কিৎসা দেই। এই রো‌গীর ক্ষে‌ত্রেও এমন হ‌য়ে‌ছে। এতে আমা‌দের কোন ভুল হ‌তে পা‌রে না।‘  

এ ব্যাপা‌রে জেলার সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, ওই হাসপাতাল ও ডাক্তারের জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক ডা. রহিমা খাতুন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তদন্ত টিমের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়