হোম > অপরাধ

মিজানের বিরুদ্ধে মামলা করবে ইবি কর্তৃপক্ষ 

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'ক্রাশ অ্যান্ড কনফিউশন' নামে ফেসবুক পেজের অ্যাডমিন অর্থনীতি বিভাগের  ২০১৭-১৮  শিক্ষাবর্ষের মিজান বিশ্বাসের বিরুদ্ধে যেকোনো সময় মামলা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।  

জানা যায়, গত ২০ আগস্ট রাতে মিজান বিশ্বাসের পরিচালিত ক্রাশ অ্যান্ড কনফিউশন পেজটি থেকে 'ইবি কাঁপানো সকল সুন্দরী একসঙ্গে, ইমো নম্বর পেতে লাভ রিয়েক্ট দিয়ে সঙ্গেই থাকুন' এই ক্যাপশন দিয়ে ৭৩ জন ছাত্রীর ছবি প্রকাশ করা হয়। এরপর শিক্ষার্থীদের তোপের মুখে আনুমানিক ১২টার দিকে পোস্টটি সরিয়ে ফেলেন তিনি। ওই ঘটনায় পরদিন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ভুক্তভোগী এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। 

এ ব্যাপারে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল আম্বিয়া বলেন, আমাদের ৭ দিন সময় দেওয়া হয়েছিল। আমরা অভিযুক্তর ব্যাপারে প্রশাসনে প্রতিবেদন দিয়ে দিয়েছি। বাকি কাজ এখন অফিসিয়ালভাবে করতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আইসিটি সেল প্রতিবেদন জমা দিয়েছে। অফিসিয়াল কিছু কাজ বাকি আছে। কাজগুলো শেষ হলে যেকোনো সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে। 

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে