ঢাকার সাভারে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে সাভারের বাজার রোড এলাকার আবুল কাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে আবুল কাসেম ও তাঁর পরিবারের সদস্যরা একটি কাজে বাড়ির বাইরে যান। কয়েক ঘণ্টা পরে ফিরে এসে দেখেন ফ্ল্যাটের তালা খোলা। ভেতরে ঢুকে দেখেন পুরো ফ্ল্যাটের জিনিসপত্র কে বা কারা এলোমেলো করে ফেলে রেখেছেন। তাঁদের স্টিলের আলমারি ভেঙে সাড়ে তিন লাখ টাকা, আনুমানিক পঞ্চাশ ভরি স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ মিলেছে।
সাভার মডেল থানার এসআই পাবেল মোল্লা বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। সংঘবদ্ধ চোরেরা এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।