পিরোজপুরের কাউখালীতে পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার আইরণ ঝাপুর্ষী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে ফজলুল হক হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার (৩৫) বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য বের হন। এ সময় ঝালকাঠী সদর উপজেলার গুয়াটন গ্রামের আমজেদ আলী তালুকদারের ছেলে চুন্নু তালুকদার (৪০) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে তাঁকে কোপাতে থাকে। এ সময় তাঁর ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘ঘটনাটি জানান পর পরিদর্শক (তদন্ত) আব্দুর রব ঘটনাস্থল পরিদর্শন করেন। এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নাই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’