পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে আরও ১ হাজার ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৪৮ এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৩২ জন।
আজ বুধবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১ হাজার ১৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি দা, একটি রামদা, একটি চাকু, একটি ছোরা ও একটি কাটিং প্লাস উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।