হোম > অপরাধ

গোদাগাড়ীতে সওজের জায়গা দখল করছে পৌরসভা

রাজশাহী প্রতিনিধি

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি মূল্যবান জায়গা দখল করছে গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা সদরের ওই স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের টিনশেড দোকানঘর করে দেওয়ার জন্য জায়গাটি দখল করছেন।

তবে সরকারি এ জায়গায় দোকানপাট হলে ব্যক্তিমালিকানাধীন পেছনের একটি মার্কেট আড়াল হয়ে যাবে। স্থানটি এখন রিকশা-ভ্যানের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা হয়। দোকানপাট হলে রিকশা-ভ্যানকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়াতে হবে। এতে যানজট যেমন বাড়বে, তেমনি থাকবে দুর্ঘটনারও ঝুঁকি।

মার্কেটটির মালিক আব্দুস শামীম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি বলেছেন, সামনে অবৈধ কাঁচাবাজার হলে তাঁর মার্কেটের ২০টি দোকান আড়াল হয়ে যাবে।

ব্যবসায়ীদের পক্ষ থেকে এ কে এম শাহীনুজ্জামান নামের আরেক ব্যক্তি ৩ ফেব্রুয়ারি সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সওজের কাছ থেকে জায়গা নেওয়া হয়নি। জায়গাটিতে অস্থায়ী একটা কাঁচাবাজার করা হচ্ছে। মহাসড়ক সম্প্রসারণ করা হবে। তখন কাঁচাবাজার ভেঙে ফেলা হবে।’

তবে সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেছেন, পৌরসভা কর্তৃপক্ষ চাইলেই সওজের জায়গা দখল করে স্থাপনা করতে পারে না।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ