হোম > অপরাধ

সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় খেলাপিরা ব্যাংক লুটপাট করছে: সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় ঋণের নামে ঋণখেলাপিরা ব্যাংক থেকে লুটপাট করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ সোমবার পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি এর উদ্যোগে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।

প্রিন্স বলেন, ‘এই যে ঋণখেলাপিরা ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না, তাদের তালিকা প্রকাশ না করলে আমরা করব। সব মিলিয়ে ঋণ খেলাপিরা ৪ লাখ কোটি নিয়ে গেছে। আমরা সাধারণ মানুষের জন্য রেশনিং চালু করার দাবি জানিয়ে আসছি কিন্তু টাকার অভাবে নাকি তা চালু করা যাচ্ছে না। চালু হবে কি করে? টাকা তো ঋণখেলাপিরা ঋণের নামে তুলে নিয়ে গেছে, লুটপাট করছে। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় এই লুটপাট চলছে। এই লুটপাট বন্ধ করতে হবে। লুটপাট কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

দলের সভাপতি শাহ আলম বলেন, আজকে সারা দেশে লুটপাটের বিরুদ্ধে আমরা সমাবেশ করছি। কিছুদিন আগে ইসলামী ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। দেশের অর্থনীতি আজ লুটেরাদের দখলে চলে গেছে। দেশে সুশাসন থাকবে কি করে? এই দুঃশাসন, গণতান্ত্রিক অধিকার হরণ, দমন-পীড়ন রুখতে হবে। টাকা পাচারকারী, ঋণখেলাপির তালিকা প্রকাশ এবং পাচারকৃত টাকা উদ্ধার করতে হবে।

সহকারী সম্পাদক মিহির ঘোষের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের তরুন নেতা মানবেনবদ্র দেবসহ অন্যরা।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ