হোম > অপরাধ

একাদশে ভর্তিতে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণির ভর্তিতে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ২৫০ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা অতিরিক্ত নেওয়া হলেও দেওয়া হয়নি কোনো রসিদ।

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি থেকে কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এবার একাদশ শ্রেণিতে সেশন চার্জ ও ভর্তি ফি কত টাকা পর্যন্ত আদায় করা যাবে তা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা বোর্ড। উপজেলা পর্যায়ের কলেজে একাদশ শ্রেণির ভর্তিতে সেশন চার্জ ও ভর্তি ফি বাংলা ভার্সনে দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে বিজ্ঞান বিভাগের আসনসংখ্যা ২৫০টি। এর মধ্যে ওই প্রতিষ্ঠানের ১০৮ জন এবং বাইরের অন্য প্রতিষ্ঠানের ১৪২ জন শিক্ষার্থী রয়েছে। গত বৃহস্পতিবার ও বুধবার অন্য প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার ৫৭০ টাকা আদায় করা হলেও রসিদ দেওয়া হয়েছে তিন হাজার ১৭০ টাকার। এ হিসেবে দেখা যায়, ২৫০ জন শিক্ষার্থীর কাছ থেকে ৪০০ টাকা করে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। যার মোট পরিমাণ দাঁড়ায় এক লাখ ১০ হাজার ৮০০ টাকা।

ভর্তি হতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, তার কাছ থেকেও বাড়তি ৫০০ টাকা নেওয়া হয়েছে। যা রসিদে উল্লেখ নেই। এ বিষয়ে প্রতিষ্ঠান থেকে বলা হয়, ৪০০ টাকা ফরম বাবদ ও বাকি ১০০ টাকা এসএসসি পরীক্ষার প্রশংসাপত্রের জন্য নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে তাদের কাছ থেকেও প্রশংসাপত্র বাবদ ১০০ টাকাসহ মোট ৫০০ টাকা করে নেওয়া হয়েছে।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে রসিদ ছাড়া বাড়তি টাকা নেওয়ার সুযোগ নেই। আমরা শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে দুইটি মাস্ক ও একটি প্রসপেক্টাস দিয়েছি। এ জন্য বাড়তি কিছু অর্থ নেওয়া হয়েছে। তবে প্রশংসাপত্র বাবদ কোনো টাকা নেওয়া হয়নি।’

কথা হলে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়