হোম > অপরাধ

ডুমুরিয়ায় ধর্ষণের শিকার নারী অন্তঃসত্ত্বা যুবক গ্রেপ্তার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নে এক বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মাসুম বিল্লাহ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারী এখন অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ায় মাসুম বিল্লাহ আত্মগোপনে চলে যায়। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

জানা যায়, ওই বাক প্রতিবন্ধী মেয়েকে মাসুম বিল্লাহ দীর্ঘদিন ধরে ইশারায় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গ্রেপ্তারের প্রায় ২ মাস আগে এই প্রতিবন্ধীকে একদিন একা পেয়ে ধর্ষণ করে মাসুম। এর দুই মাস পর গত ১ জুন কিছু লক্ষণ দেখা দেওয়ায় ওই মেয়েকে পরিবারের লোকেরা স্থানীয় ক্লিনিকে নিয়ে পরীক্ষা করে দেখেন সে অন্তঃসত্ত্বা। তখন পরিবারের লোকজন তার কাছে জানতে চাইলে তিনি বলেন, মাসুম বিল্লাহ আমার এ অবস্থার জন্য দায়ী ৷ আমি বাধা দিয়েও তার হাত থেকে রক্ষা পাইনি।

বিষয়টি মাসুম বিল্লাহ ও তার পিতা ওমর আলী শেখকে জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি ধামকি দেয়। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় মেয়েটির পরিবার ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলার ৫ ঘণ্টার মাথায় ধর্ষণে অভিযুক্ত মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে ডুমুরিয়া থানা-পুলিশ। মাসুম বিল্লাহ ১৬৪ ধারায় আদালতে ঘটনার দায় স্বীকার করেছেন।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ