হোম > অপরাধ > আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে নির্বিচার গুলিতে নিহত ৮ 

দক্ষিণ আফ্রিকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে নির্বিচার গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। দেশটির বন্দর নগরী জিকেবেরহায় আজ সোমবার (৩০ জানুয়ারি) এই হতাহতের ঘটনা ঘটে। 

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, জিকেবেরহা শহরের কাওয়াজাকেলে এলাকায় এক ব্যক্তি নিজ বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান করছিলেন। অনুষ্ঠান চলাকালে হঠাৎ দুই বন্দুকধারী বাড়িতে ঢুকে পড়েন এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। 

এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, বিকেল ৫টা ১৫ থেকে সাড়ে ৫টা নাগাদ এই হামলা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশেই গুলি ছোড়ে বন্দুকধারীরা। এতে ৮ জন প্রাণ হারান। নিহতের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন। আর আহত ৩ জনের অবস্থাও গুরুতর। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এ হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

দক্ষিণ আফ্রিকায় গোলাগুলি ঘটনা নতুন নয়। বিভিন্ন অপরাধী চক্রের সহিংসতা ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রায়শই হামলার ঘটনা ঘটে দেশটিতে। 
 
গত বছরও একাধিক পানশালায় বন্দুক হামলায় অন্তত ২৪ জনের প্রাণহানি হয়। জোহানেসবার্গ ও পিয়েটারমারিতজবার্গ শহরে এসব হামলা হয়েছিল।

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত