হোম > অর্থনীতি > করপোরেট

এলজি ডুয়েল ইনভার্টার এসি পাওয়া যাচ্ছে র‍্যাংগস  ইলেকট্রনিকসে

এলজি ডুয়েল ইনভার্টার এসি এখন পাওয়া যাচ্ছে র‍্যাংগস  ইলেকট্রনিকসের বিভিন্ন শোরুমে। বাংলাদেশে এলজির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হলো র‍্যাংগস  ইলেকট্রনিকস লিমিটেড। সম্প্রতি র‍্যাংগস  ইলেকট্রনিকস ও এলজির শীর্ষ কর্মকর্তারা এই পণ্য আনুষ্ঠানিক বাজারজাতের ঘোষণা দিয়েছে। 

র‍্যাংগস  ইলেকট্রনিকসে ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মিস বিনাস হোসেন ও এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক পিটার ইয়ংগিল যৌথভাবে একটি অনুষ্ঠানে পণ্যটি বাজারজাতের ঘোষণা দেন। র‍্যাংগস  ইলেকট্রনিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলমসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ শাখার বিভিন্ন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এলজির এই ডুয়েল ইনভার্টার এসিতে আছে ডুয়েল ইনভার্টার প্রযুক্তি যা শতকরা ৭০ ভাগ পর্যন্ত এনার্জি সেভিং ও শতকরা ৪০ ভাগ ফাস্টার কুলিং করে এবং শতকরা ৫৭ ভাগ লেস ভাইব্রেশন দেয়। এই লেটেস্ট মডেলের এসিতে আউটডোর ইউনিটে রয়েছে ৪ স্তর সুরক্ষা সংবলিত গোল্ড ফিন কনডেনসর যা নিশ্চিত করে সর্বোচ্চ স্থায়িত্ব। এ ছাড়া এই এসি শক্তিশালী পিসিবি ব্যবহার করে, যা ১৩৫ ভোল্ট থেকে ২৯০ ভোল্ট পর্যন্ত ভোল্টেজের ওঠানামা মানিয়ে নিতে পারে। 

পণ্যের উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার, যা দেশব্যাপী ১০০টি র‍্যাংগস  ইলেকট্রনিকস লিমিটেডের শোরুমে ও অনলাইন স্টোরে একযোগে পাওয়া যাবে আগামী ৭ দিন পর্যন্ত। র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ৪০ বছর ধরে বাংলাদেশের বাজারে অফিশিয়াল ইলেকট্রনিকস পণ্য বাজারজাত করছে ও নিশ্চিত করে যাচ্ছে।

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্ক অ্যাভিনিউর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিমের মৃত্যু

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘এক্সিসেবল ডিজিটাল সেবা’ নিশ্চিতের আহ্বান

বাফুফের ডেভেলপমেন্ট পার্টনার বিএসআরএম

প্রযুক্তিগত উদ্ভাবন ও কর্মীদের সাফল্য উদ্‌যাপনে আবুল খায়ের স্টিলের ‘একেএস-একসাথে আগামীর পথে’

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত