শীর্ষস্থানীয় স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড সেনোরা লংয়ের পৃষ্ঠপোষকতার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘সেনোরা লং ঢাকা উইমেন্স ম্যারাথন-২০২৪ ’। এই কর্মসূচির মাধ্যমে সেনোরা মাসিক-বান্ধব পরিবেশ তৈরির জন্য করা অঙ্গীকার বজায় রাখল।
ব্র্যান্ডটি নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও মাসিককে ঘিরে সামাজিক ভুল ধারণা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি এটি নারীর শক্তি, সাফল্য আর একতারও প্রতিফলন।
গত পাঁচ বছরে ঢাকা উইমেন্স ম্যারাথন এই জোনের দীর্ঘতম নারী ম্যারাথন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নারীর ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষায় আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্ল্যাটফর্মে নারীরা একত্রিত হয়ে শুধু ম্যারাথনেই অংশ নেন না, পাশাপাশি পিরিয়ড স্বাস্থ্য সচেতনতা নিয়েও আলোচনা করতে পারেন।
সেনোরা লং প্রেজেন্টস ঢাকা উইমেন্স ম্যারাথন নারীদের কল্যাণে প্রতিষ্ঠানটির চলমান অঙ্গীকারের প্রতিফলন। সেনোরা লং লিকেজ প্রুফ এবং হেভি ফ্লো নিয়ন্ত্রণ করে, যার ফলে ম্যারাথন বা দীর্ঘক্ষণ কাজের ক্ষেত্রে নারীরা আরাম ও সুরক্ষা পান, থাকেন চিন্তামুক্ত।
ম্যারাথনটি করা হয় গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টায়। কর্মসূচিটি দুই ভাগে ভাগ করা হয়। প্রতিযোগিতাটি হাতিরঝিলের এফডিসি মোড় থেকে শুরু হয়ে শেষ হয় পুলিশ প্লাজা কনকর্ড পয়েন্টে।