কৃষকদের ৪ শতাংশ সুদে কৃষিঋণ দেবে ব্যাংক এশিয়া। এ জন্য ব্যাংকটি কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা পুনঃ অর্থায়ন প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ‘অংশগ্রহণমূলক চুক্তি’ স্বাক্ষর করেছে। গত রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ।
এই চুক্তির অধীনে ব্যাংক এশিয়া নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের কৃষকদের ৪ শতাংশ সুদে কৃষিঋণ বিতরণ করবে।