হোম > অর্থনীতি > করপোরেট

খুলনায় নারী উদ্দ্যোক্তারা পেলেন বিশেষ প্রশিক্ষণ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন সম্প্রতি যৌথভাবে ‘বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ফিনান্সিয়াল রেডিনেস’ নামে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে।

এই আয়োজনে খুলনার ৪০ জন সম্মানিত নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে উদীয়মান নারী উদ্যোক্তাদের শেখানো হলো ব্যবসা পরিচানলার বিভিন্ন প্রয়োজনীয় ও আধুনিক কৌশল। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন হস্তশিল্প, ক্যাটারিং এবং বুটিক ব্যবসায়ী নারী উদ্যোক্তাগণ। 

নারী ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে বিভিন্ন সময়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং এসএমই ফাউন্ডেশন এই ধরণের প্রশিক্ষণ আয়োজন করে থাকে। প্রশক্ষনের সমাপনী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড থেকে অংশ নেন মিশায়েল আবু ইমাম, হেড, বিজনেস ব্যাংকিং প্রোডাক্টস, মুহাম্মদ খায়রুজ্জামান, ব্রাঞ্চ ম্যানেজার, খুলনা এবং এসএমই ফাউন্ডেশন থেকে অংশ নেন মোহাম্মদ মাসুদুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি হেড অব রিটেইল ব্যাংকিং সাব্বির আহমেদ বলেন, ‘নারী উদ্যোক্তারা বিপুল পরিমানে কর্মসংস্থান তৈরি করেছেন এবং এরই মধ্যে অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এসএমই ফাউন্ডেশনের প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদেরকে খুলনার এই সুন্দর আয়োজনের অংশীদার হবার সুযোগ দেয়ার জন্য। যৌথভাবে আমরা সারা দেশে এমন অনেক আয়োজন করতে চাই।’

এসএমই ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলদেশ একটি স্বনামধন্য ইন্টারন্যাশনাল ব্যাংক এবং নারী ক্ষমতায়ন কার্যক্রমে তাদের অবদান সবার জন্য অনুকরণীয়। আমাদের অগ্রযাত্রায় স্ট্যান্ডার্ড চার্টার্ডকে পাশে পেয়ে আমরা গর্বিত।’

দীর্ঘ ১১৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনাকারী স্ট্যান্ডার্ড চার্টার্ড-ই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। দীর্ঘদিন যাবত দেশের অগ্রগতির অংশীদার হিসাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাফল্য, সম্পদ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবৃদ্ধিতে সাহায্যের লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকিং পরিষেবা প্রদান করে আসছে। সাসটেনেবিলিটি ও সমতাকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য, পরিবেশ ও সাসটেইনেবিলিটিকে কেন্দ্র করে কমিউনিটি উদ্যোগের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড জীবন, জীবিকা এবং পৃথিবীর সুরক্ষায় ভূমিকা রেখেছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন একটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। উদ্যোক্তাদের অর্থায়ন এবং প্রশিক্ষণ দিয়ে তাদের উন্নয়নে অবদান রাখা এই অলাভজনক প্রতিষ্ঠানটি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সফল ভাবে কাজ করে আসছে।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা