হোম > অর্থনীতি > করপোরেট

ড্যাফোডিল কম্পিউটারস ও এপেক্স ডিএমআইটির মধ্যে এমওইউ সই 

ড্যাফোডিল কম্পিউটারস পণ্য ও সলিউশন সরবরাহকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি (ডিসিএল) ও ডিজিটাল সলিউশনের কোম্পানি এপেক্স ডিএমআইটি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। ড্যাফোডিল টাওয়ারে এই এমওইউ সই হয়।

সমঝোতা স্মারক সই ডিসিএল ও এপেক্স ডিএমআইটির মধ্যে সিএসআর প্রকল্প বাস্তবায়নের জন্য একটি কৌশলগত অংশীদারত্বের অংশ। এর লক্ষ্য সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ডিজিটাল প্রতিভা বিকাশের সাহায্য করা, তাদের কম্পিউটার এবং উদ্ভাবনী সমাধানগুলোতে অ্যাক্সেস দেওয়া এবং তাদের সামগ্রিক বিকাশের জন্য অধিক পরিষেবা সরবরাহ করা।

চুক্তির শর্তানুযায়ী, ডিসিএল এবং এপেক্স ডিএমআইটি লিমিটেডের পার্টনার, সরবরাহকারী এবং সলিউশন প্রোভাইডার হিসেবে ডিসিএল ব্র্যান্ডের কম্পিউটারে বিশেষ মূল্য নির্ধারণ ও ভ্যালু অ্যাডেড সেবা দেবে। এই পরিষেবাগুলোর মধ্যে বর্ধিত ওয়ারেন্টি, অগ্রাধিকার প্রযুক্তিগত সহায়তা, অন-সাইট ইনস্টলেশনে এবং প্রাক-ইনস্টল সফটওয়্যার অন্তর্ভুক্ত রয়েছে। এপেক্স ডিএমআইটি বিশেষ মূল্য ড্যাফোডিল থেকে কম্পিউটার সংগ্রহ করবে এবং সারা বছর বাংলাদেশের সুবিধাবঞ্চিত কমিউনিটি শিক্ষার্থীদের মধ্যে অনুদান দেবে।

ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘এই পার্টনারশিপের সুযোগ নিয়ে আমরা রোমাঞ্চিত। আমাদের পার্টনার এপেক্স ডিএমআইটি লিমিটেডের চাহিদা পূরণের জন্য অসাধারণ পণ্য ও সেবা সরবরাহ করাই আমাদের লক্ষ্য।’

এপেক্স ডিএমআইটি লিমিটেডের চেয়ারম্যান মাইক কাজী বলেন, ‘আমরা ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির সঙ্গে সহযোগিতা করতে পেরে আনন্দিত। এপেক্স তাদের মোট মুনাফার ১ শতাংশ বাংলাদেশ ও বিশ্বব্যাপী কম ভাগ্যবান ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর সহায়তা প্রদান এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের ১০০ টিরও বেশি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরিকল্পনা করতে এপেক্স অনুপ্রাণিত করেছে।’

ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী এবং এপেক্স ডিএমআইটি লিমিটেডের মহাব্যবস্থাপক ইসমত জাহান চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা