ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কার্ডধারীদের বিশেষ মূল্যছাড় দেবে রাজধানীর ফুডকোর্ট-কোর্ট সাইড।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল হেড অফ বিজনেস-রিটেইল ও এসএমই ব্যাংকিং সৈয়দ জুলকার নায়েন এবং কোর্ট সাইডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ওয়াহিদ সারোয়ার।
ইবিএল সিনিয়র ম্যানেজার-ব্যাংকাশিওরেন্স, স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রপোজিশন ফারজানা কাদের এবং কোর্ট সাইডের সিনিয়র বিজনেস
ডেভেলপমেন্ট অফিসার মো. সোহেল রানা এ সময় উপস্থিত ছিলেন।