সম্প্রতি জিপিএইচ ইস্পাত লিমিটেড ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সমঝোতা স্মারক অনুযায়ী, যৌথ গবেষণা সহযোগিতা, ফেলোশিপ, ইন্টার্নশিপ, পারস্পরিক গবেষণাগার ব্যবহারের সুযোগ, পণ্যের মান উন্নয়নে গবেষণা ইত্যাদি ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটি একে অপরকে সুযোগ দেবে। এ ছাড়া এমআইএসটির শিক্ষার্থীদের গবেষণাক্ষেত্রে সময়োপযোগী করে গড়ে তুলতে জিপিএইচ ইস্পাত বিশেষ সুযোগ-সুবিধা দেবে জিপিএইচ ইস্পাত গ্রুপ।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালক জনাব আবদুল আহাদ, টেকনিক্যাল অ্যাডভাইজার প্রকৌশলী মাদানী এম ইমতিয়াজ, টেকনিক্যাল অ্যাডভাইজার প্রকৌশলী মোশারফ হোসেন, বিপণন ও বিক্রয় বিভাগের প্রধান জেনারেল ম্যানেজার মোহাম্মদ মামুন কবির, জেনারেল ম্যানেজার মো. এনামুল ইসলাম ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভাগীয় প্রধানগণসহ সম্মানিত অধ্যাপকেরা।