প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদ্যাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ)। এ উপলক্ষে গতকাল বুধবার ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, বোর্ড সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী প্রমুখ।
ইউনিভার্সিটির উপাচার্য সহিদ আকতার হুসাইন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার আবুল বাশার খান।
সম্প্রতি ইস্টার্ন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে স্থায়ী সনদ পেয়েছে। দেশের শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ পর্যন্ত মাত্র ১০টি বিশ্ববিদ্যালয় স্থায়ী সনদ পেয়েছে।