ব্যাংকের গ্রাহকদের নথি নিরাপদে সংরক্ষণের জন্য এবং দ্রুত সেবা দিতে টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্যাংক এশিয়া। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর পল্টনে ব্যাংক এশিয়ার করপোরেট অফিসে দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের (ডিএমএস) মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্ট ওপেনিং ফরম ই-আর্কাইভ করতে ব্যাংক এশিয়াকে সহায়তা করবে টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেড।
চুক্তির সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা হোসাইন আহম্মদ, টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেডের মহাব্যবস্থাপক সেলভি জয়ারামন, ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জনাব মো. সাইফুল ইসলাম, এফভিপি ও শাখা অপারেশনস বিভাগের প্রধান সুবীর কুমার চৌধুরী, টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেডের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার সৈয়দ সাইফি প্রমুখ।