আইএফআইসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড চিফ অব এইচ আর অ্যান্ড লজিস্টিকস হিসাবে যোগ দিলেন কে এ আর এম মোস্তফা কামাল। গত ১৩ মে থেকে তিনি এ দায়িত্ব নিয়েছেন।
মোস্তফা কামাল ২০১৫ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে আইএফআইসি ব্যাংকে যোগদান করেন। মোস্তফা কামালের বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৪ বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এই সুদীর্ঘ কর্ম সময়ে তিনি সেনাবাহিনীর মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায়িক প্রক্রিয়া, নিরাপত্তা এবং লজিস্টিকসসহ আরও বিভিন্ন জ্যেষ্ঠ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মোস্তফা কামাল ট্রাস্ট ব্যাংক এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
মোস্তফা কামাল আইএফআইসি ব্যাংক কর্তৃক নিযুক্ত আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের একজন পরিচালক।