রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এনআরবি ব্যাংক লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। গত বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৩ সালের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এ ছাড়া উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, অডিট কমিটির চেয়ারম্যান মো. মতিউর রহমান এবং পরিচালক বায়জুন নাহার চৌধুরী, মোহাম্মদ জাহেদ ইকবাল ও রহমানসহ বিভিন্ন পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। কয়েকজন পরিচালক ও শেয়ারহোল্ডার সশরীরে এবং অন্যরা অনলাইনে অংশ নেন।