আইএফআইসি ব্যাংকের ১৮৮ তম শাখার যাত্রা শুরু হয়েছে রাজবাড়ী জেলা শহরে। আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদেরকে দেওয়ার লক্ষ্যে শহরের প্রাণকেন্দ্র খলিফাপট্টি সড়কের হারুন কমপ্লেক্সে এই শাখার উদ্বোধন করা হয়।
গত ৯ জুন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান আইএফআইসি ব্যাংকের এই শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আইএফআইসি ব্যাংকের ব্রাঞ্চ বিজনেস ম্যানেজার মো. সালাহ্ উদ্দিন, রাজবাড়ী শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন স্থানে আইএফআইসি ব্যাংকের ১ হাজার ৪০০ বেশি শাখা-উপশাখা আছে।