হোম > অর্থনীতি > করপোরেট

সিজিআইএমএস নিয়ে বাংলাদেশ ব্যাংকে কর্মশালা 

ক্রেডিট গ্যারান্টি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিজিআইএমএস) নিয়ে বাংলাদেশ ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ৫৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিএমএসএমই বিভাগের প্রধান ও ক্রেডিট গ্যারান্টি কার্যক্রমসংক্রান্ত কর্মকর্তারা অংশ নেন। ক্রেডিট গ্যারান্টি-সংক্রান্ত সব কার্যক্রম অনলাইনের মাধ্যমে নিষ্পন্ন করার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই কর্মশালার আয়োজন করা হয়।

ক্রেডিট গ্যারান্টি কার্যক্রম তথা গ্যারান্টি রেজিস্ট্রেশন, গ্যারান্টি ফি ও অর্থ ব্যবস্থাপনা, রিপোর্টিং ও মনিটরিং এবং দাবি নিষ্পত্তিকরণ কার্যক্রমগুলো স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষ্যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্টের সহযোগিতায় সিজিআইএমএস সফটওয়্যার চালু করা হয়েছে। প্রাথমিকভাবে গ্যারান্টি রেজিস্ট্রেশন মডিউলটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত করা হয়েছে। সিজিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে নির্ভুলভাবে ও দ্রুততম সময়ে গ্যারান্টি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্টের পরিচালক আমির হোসেন পাঠান এবং ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান।

কর্মশালায় সিজিআইএমএসের উদ্দেশ্য, সুবিধা ও বিভিন্ন মডিউলের ওপর ধারণা দেওয়াসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে কীভাবে অনলাইনের মাধ্যমে গ্যারান্টি আবেদন দাখিল এবং ই-গ্যারান্টি লেটার ডাউনলোড করতে পারবে, সে বিষয়ে বিশদভাবে উপস্থাপনা দেন ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক চন্দন কুমার রায়। এ ছাড়া ‘ইউজার ক্রিয়েশন আই ইউজার ম্যানেজমেন্ট’ বিষয়ে ধারণা দেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের উপপরিচালক উত্তম কুমার রায়।

কর্মশালাটি অত্যন্ত কার্যকর হয়েছে বলে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন। এ ছাড়া কর্মশালালব্ধ জ্ঞান তাঁদের অনলাইনে নির্ভুল ক্রেডিট গ্যারান্টি আবেদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত দেন তাঁরা। ডেপুটি গভর্নর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা