হোম > অর্থনীতি > করপোরেট

নতুন আঙ্গিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সনি-র‍্যাংগসের শোরুম

সনি-র‍্যাংগস নামে পরিচিত ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড নতুন আঙ্গিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শোরুমের উদ্বোধন করেছে। ডি ব্লকের ৬ নম্বর লেভেলে ১০৬-১০৯ নম্বর দোকানে ‘সনি সেন্টার এক্সপেরিয়েন্স জোন’ নামের এই শোরুম উদ্বোধন করা হয়। 

২০১০ সালে বসুন্ধরা সিটি শপিং মলে অফিশিয়াল সনি পণ্য নিয়ে সনি সেন্টার-বসুন্ধরা সিটির যাত্রা শুরু হয়। ১৪ বছর পরে নতুন আঙ্গিকে নতুন স্থানে এই শোরুমের উদ্বোধন করা হলো। 

এখানে ক্রেতারা অভিজ্ঞতা নিতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর’ প্রসেসর সমৃদ্ধ ওএলইডি টিভি, ফোরকে গুগল টিভি, সনি আলফা ক্যামেরা, লেন্স ও এক্সেসরিজ এবং সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম। 

পাশাপাশি থাকছে অফিশিয়াল এলজি ফোরকে ইউএইচডি, ন্যানোসেল এবং ওএলইডি টিভি, এআই ইনভার্টার রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিশিয়াল পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে ওয়ার্লপুল, ইলেক্ট্রলাক্স, কেলভিনেটর, র‍্যাংগস, ফিলিপসসহ বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র‍্যাংগস স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফটসহ আরও অনেক চমক। 

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড রিকি লুকাস যৌথভাবে সনি সেন্টার এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ ও র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারাসহ গণ্যমান্য ব্যক্তিরা। 

রিকি লুকাস বলেন, ‘বিগত ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে র‍্যাংগস ইলেকট্রনিকসের এই যাত্রা অফিশিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা