জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বয়সভিত্তিক তিন বিভাগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের ওপর শিশুদের জন্য নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’ প্রদর্শন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন চিত্রশিল্পী নাজিব তারেক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক দিপ্তী রাণী দত্ত।
প্রতিযোগিতা শেষে শিশুদের আঁকা চিত্রাঙ্কনের ওপর পুরস্কার বিতরণ করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল হক চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা।