স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য চপস্টিক নুডলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। এ নিয়ে গতকাল সোমবার রাজধানীর গুলশানের স্যামসন সেন্টারে স্কয়ার গ্রুপের বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের সঙ্গে তিশার একটি চুক্তি হয়। এরপর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে তিশাকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
শিগগিরই বাজারে আসছে ১১টি মসলার সংমিশ্রণে তৈরি ‘চপস্টিক মাসালা ডিলাইট’। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিশাকে দেখা যাবে চপস্টিক মাসালা ডিলাইটের বিজ্ঞাপনে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কণ্ডু, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজসহ স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি স্বাক্ষরের পর তিশা বলেন, স্কয়ারের পণ্যের মান ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। চপস্টিক ব্র্যান্ডটি শুরু থেকেই বাচ্চাদের সুন্দর শৈশব নিশ্চিত করতে নানা রকম কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকেছে।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম বলেন, ‘ভালো মানের পণ্য উপহার দেওয়ার পাশাপাশি চপস্টিক সব সময়ই ভোক্তাদের ভালো বার্তা দিয়ে আসছে। আমার দৃঢ় বিশ্বাস, নুসরাত ইমরোজ তিশাকে সঙ্গে নিয়ে সামনের দিনগুলোতে আমরা আরও প্রশংসনীয় কাজ উপহার দিতে পারব।’
এ নিয়ে মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কণ্ডু বলেন, ‘শুরু থেকেই চপস্টিক ব্র্যান্ড নিয়ে আমরা প্রোমোশনাল কার্যক্রমে জড়িত ছিলাম। অভিনেত্রী তিশার যুক্ত হওয়া এই ব্র্যান্ডের জন্য ইতিবাচক হতে যাচ্ছে বলে আমি মনে করি।’