হোম > অর্থনীতি > করপোরেট

নুডলস মসলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিশা

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য চপস্টিক নুডলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। এ নিয়ে গতকাল সোমবার রাজধানীর গুলশানের স্যামসন সেন্টারে স্কয়ার গ্রুপের বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের সঙ্গে তিশার একটি চুক্তি হয়। এরপর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে তিশাকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

শিগগিরই বাজারে আসছে ১১টি মসলার সংমিশ্রণে তৈরি ‘চপস্টিক মাসালা ডিলাইট’। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিশাকে দেখা যাবে চপস্টিক মাসালা ডিলাইটের বিজ্ঞাপনে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কণ্ডু, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজসহ স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

চুক্তি স্বাক্ষরের পর তিশা বলেন, স্কয়ারের পণ্যের মান ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। চপস্টিক ব্র্যান্ডটি শুরু থেকেই বাচ্চাদের সুন্দর শৈশব নিশ্চিত করতে নানা রকম কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকেছে।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম বলেন, ‘ভালো মানের পণ্য উপহার দেওয়ার পাশাপাশি চপস্টিক সব সময়ই ভোক্তাদের ভালো বার্তা দিয়ে আসছে। আমার দৃঢ় বিশ্বাস, নুসরাত ইমরোজ তিশাকে সঙ্গে নিয়ে সামনের দিনগুলোতে আমরা আরও প্রশংসনীয় কাজ উপহার দিতে পারব।’ 

এ নিয়ে মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কণ্ডু বলেন, ‘শুরু থেকেই চপস্টিক ব্র্যান্ড নিয়ে আমরা প্রোমোশনাল কার্যক্রমে জড়িত ছিলাম। অভিনেত্রী তিশার যুক্ত হওয়া এই ব্র্যান্ডের জন্য ইতিবাচক হতে যাচ্ছে বলে আমি মনে করি।’

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা