সিটি ব্যাংক প্রথম জীবন বিমা পলিসি বিক্রি করে ব্যাংকাস্যুরেন্স সেবা চালুর মাধ্যমে একটি ঐতিহাসিক মাইলফলক ঘোষণা করেছে। এই যুগান্তকারী মুহূর্তটি সিটি ব্যাংকের গ্রাহক এবং তাদের প্রিয়জনদের আর্থিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান, এএমডি এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাহিয়া জুনেদ, এএমডি এবং চিফ অপারেটিং অফিসার আশানুর রহমান, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার অরূপ হায়দার, রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ মাহফুজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন অপারেশনস প্রধান ও সিটি ব্যাংক পিএলসি-এর চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার সুবীর কুমার কুন্ডু, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যাংকাস্যুরেন্স ব্যবসার প্রধান আহমেদ ইসতিয়াক মাহমুদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি মাশফিকুর রহমান ও সামীউর রহমান মেহেদী।