হোম > অর্থনীতি > করপোরেট

রজতজয়ন্তী উদ্‌যাপন করল ইডকল

সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) রজতজয়ন্তী উদ্‌যাপন করেছে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। ইডকল বেসরকারি খাতকে সম্পৃক্ত করে সরকারি-বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে তার প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার ফলে এই সফলতা এসেছে। 

ফাতিমা ইয়াসমিন আশা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি আগামী ৫ বছরে তার ঋণ পোর্টফোলিও দ্বিগুণ করতে সক্ষম হবে। এ ছাড়া দেশের বাইরে এর কার্যক্রম বিস্তৃত করা হবে। 

ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ বলেন, ২৫ বছর আগে ছোট একটি টিম এবং ১ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ইডকলের যাত্রা শুরু হয়। বর্তমান ইডকলের ঋণ পোর্টফোলিও প্রায় ১ বিলিয়ন ডলার এবং পরিশোধিত মূলধন ৬৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। 

ইডকলের এ পথচলায় সঙ্গে থাকার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান আলমগীর মোরশেদ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিদ্যুৎসচিব হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ইডকল প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ১৪ মে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি দেশের অবকাঠামো উন্নয়নসহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে আসছে।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা