ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি ও দুর্যোগ মোকাবিলার স্বার্থে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপকূলীয় অঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
গতকাল রোববার পাউবোর জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মোস্তফা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
পাউবোর উপকূলীয় অঞ্চলসংলগ্ন পাঁচ জোন হলো বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা ও ফরিদপুর। এসব অঞ্চলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।