প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নারীদের স্বাস্থ্যের সেবা ও সচেতনতা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রি উইমেন হেলথ ডে’। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বিশেষায়িত মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন।
দিনব্যাপী এই ফ্রি হেলথ ক্যাম্পে আগত নারীদের বিনা মূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা দেন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ, ফিমেল সার্জন (ব্রেস্ট ও কলোরেক্টাল), ক্যানসার রোগ বিশেষজ্ঞ, হৃদ্রোগ বিশেষজ্ঞ, চক্ষুরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও ওবেসিটি বিশেষজ্ঞ, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, রক্তরোগ বিশেষজ্ঞ, কিডনি রোগ বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন, পুষ্টিবিদ ও ডায়েট কাউন্সিলর এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং স্পেশালিস্ট।
এ ছাড়া ক্যাম্পে আগত নারীদের সব পরীক্ষায় ৩৫ পারসেন্ট ছাড় দেওয়া হয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল একটি নিছক প্রাইভেট হসপিটাল নয়। সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। আমরা ভবিষ্যতেও রোগীবান্ধব বিভিন্ন অনুষ্ঠান পালন করে যাব।’
এদিকে বিশ্ব নারী দিবস উপলক্ষে দুপুরে হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী, সিআইপি কেক কেটে দিবসটির উদ্বোধন করেন। পাশাপাশি আগামী ৯ মার্চ চ্যানেল টোয়েন্টি ফোর ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ‘প্রগতির পথে নারী’ শীর্ষক নারী সম্মাননার আয়োজন করা হয়েছে।